যান্ত্রিক ত্রুটিতে সাগরিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল, যাত্রী দুর্ভোগ

যান্ত্রিক সমস্যার কারণে চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় শত শত যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে।
ছবি: সংগৃহীত

যান্ত্রিক সমস্যার কারণে চট্টগ্রাম-চাঁদপুর রুটের সাগরিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় শত শত যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

সাগরিকা এক্সপ্রেসের যাত্রী তোফাজ্জল হোসেনের সঙ্গে সকাল ৯টায় দেখা হয় স্টেশনে।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, ৭টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল সাগরিকা এক্সপ্রেসের। তিনি সকাল ৭টা থেকে অপেক্ষা করছেন।

৯টার দিকে তিনি বলেন, 'কিন্তু এখন পর্যন্ত জানি না ট্রেনটি যাবে কি না।'

অবশেষে সকাল ১০টায় রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের ট্রিপ বাতিল করে। এরপর ঘণ্টার পর ঘণ্টা ক্লান্তিকর অপেক্ষার পর স্টেশন ছাড়েন যাত্রীরা।

সাগরিকা এক্সপ্রেসের সুপারভাইজার মো. খলিল মিয়া ডেইলি স্টারকে বলেন, 'অনেক যাত্রী ট্রেনের ট্রিপ বাতিলের প্রতিবাদ করেন। আমরা যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়েছি।'

রেলওয়ের অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ট্রেনের যাত্রা বাতিলের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যায়।

Comments