সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটে পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

সাড়ে ৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন সিলেটের পরিবহন শ্রমিকরা। রাত সাড়ে ১০ টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে মামলা প্রত্যাহারের দাবিতে পর্যায়ক্রমে নগরীর সবকয়টি পয়েন্টে রাস্তার ওপর গাড়ি থামিয়ে অবরোধ শুরু করেন শ্রমিকরা। কোথাও কোথাও টায়ার পুড়িয়েও প্রতিবাদ জানান শ্রমিকরা।
পরিবহন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার ৮ দিন পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট নগরীর মোড়গুলো অবরোধ করেন তারা।
Comments