যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান মারা গেছেন

যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান (৮০) মারা গেছেন। আজ সোমবার মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

যুদ্ধাপরাধী গিয়াস উদ্দিন খান (৮০) মারা গেছেন। আজ সোমবার মারা যান তিনি।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গিয়াস উদ্দিন খানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে আজ সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় গিয়াস উদ্দিন খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কারারক্ষী রোকনুজ্জামান বলেন, 'কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে আনা জয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।'

গিয়াস উদ্দিন খানের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। তার বাবার নাম মফিজ খান।

Comments