বাংলাদেশের আরও ৫ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সৌদি আরবের

সৌদি আরবের হজ মন্ত্রণালয় বাংলাদেশের আরও ৫ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিয়েছে। 
রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীরা। স্টার ফাইল ছবি

সৌদি আরবের হজ মন্ত্রণালয় বাংলাদেশের আরও ৫ হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দিয়েছে। 

এজেন্সিগুলো হলো-আল হাসান ট্যুরস এন্ড ট্রাভেলস, সাঈদ হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডে, সানফ্লাওয়ার এয়ার লিংকার্স, আরব ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।  

এর আগে ৬টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল সৌদি আরব।

অভিযোগ খণ্ডনের জন্য প্রমাণাদি সৌদি সরকারের কাছে পাঠানোর জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। 

গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুব আলমের সই করা চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

হজ যাত্রীদের সঙ্গে অসদাচরণ, হজযাত্রী পাঠানোতে দেরি এবং কেন্দ্রকে না জানিয়ে হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা করার অভিযোগ আনা হয়েছে এজেন্সিগুলোর বিরুদ্ধে। 

Comments