হজের ভিসা প্রক্রিয়ার সময় বাড়ল ১১ মে পর্যন্ত

ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে সব হজ এজেন্সিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
২০২৩ সালে ১ কোটি ৮০ লাখ পূণ্যার্থী হজ পালন করেন। প্রতি বছর সৌদি আরবে লাখো মুসলিম হজ ও ওমরাহ পালন করতে আসেন। ছবি : রয়টার্স
২০২৩ সালে ১ কোটি ৮০ লাখ পূণ্যার্থী হজ পালন করেন। প্রতি বছর সৌদি আরবে লাখো মুসলিম হজ ও ওমরাহ পালন করতে আসেন। ছবি : রয়টার্স

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার সময় বাড়ানো হয়েছে আগামী ১১ মে পর্যন্ত।

আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে সব হজ এজেন্সিকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে, হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারিত ছিল ২৯ এপ্রিল পর্যন্ত। 

কিন্তু এ সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ না হওয়ায় প্রথম দফায় ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। 

কিন্তু ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির অনেকেই এই বর্ধিত সময়ের মধ্যে ভিসা কার্যক্রম শেষ না করায় দ্বিতীয় দফায় সময় বাড়ানো হলো। 

এ বর্ধিত সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করা না হলে সংশ্লিষ্ট এজেন্সিকেই তার দায় নিতে হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

 

Comments