৬ ঘণ্টা পর সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক

পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে পড়া রাঙ্গামাটির সাজেক সড়কে যান চলাচল শুরু হয়েছে। সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ার পর আজ বুধবার বেলা ৩টা থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়।
সাজেক
পাহাড় ধসের কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েন পর্যটকরা। ছবি: লালটানলিয়ান পাংখোয়া/স্টার

পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে পড়া রাঙ্গামাটির সাজেক সড়কে যান চলাচল শুরু হয়েছে। সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ার পর আজ বুধবার বেলা ৩টা থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার সাজেক ইউনিয়নে শুকনা নন্দারাম এলাকায় গত রাতে পাহাড়ের অংশ ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সকাল থেকে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত পর্যটকবাহী গাড়ি। 

ইউএনও রুমানা আক্তার বলেন, 'মঙ্গলবার রাতের বৃষ্টিপাতের কারণে সাজেকে পাহাড় ধস হয়। সকালে ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ৬ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।'

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই ডেইলি স্টারকে বলেন, 'শারদীয় দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিন ছুটির কারণে সাজেকে শতাধিক রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে।'

'এদিকে খাগড়াছড়িতে থেকে আসা পর্যটকবাহী গাড়ি পাহাড় ধসের কারণে আটকে যায়। এখন শুনছি যান চলাচল স্বাভাবিক হয়েছে। অনেক পর্যটকের সঙ্গে ফোনে কথা হয়েছে তারা আসছেন,' যোগ করেন তিনি।

Comments