চট্টগ্রামে ষোলশহরে পাহাড় ধসে শিশু কন্যাসহ বাবা নিহত

রাতভর প্রবল বৃষ্টির ফলে বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনের কাছে পাহাড় ধসে ৭ মাসের শিশু কন্যাসহ বাবা নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশবক্স সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—মোহাম্মদ সোহেল (৩৫) ও তার মেয়ে বিবি জান্নাত।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৭টার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশনের কাছে বস্তি ঘরের ওপর মাটির বড় চাঁই ধসে পড়লে একই পরিবারের ৪ জন চাপা পড়েন।

তিনি বলেন, 'আমরা সেখানে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করেন। পরে আমরা তাদেরকে চমেক হাসপাতালে পাঠাই।'

চমেক হাসপাতালের পুলিশবক্সের ইনচার্জ এসআই নুরুল আলম ডেইলি স্টারকে বলেন, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর বাবা ও মেয়ে মারা যান।

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

30m ago