বরিশালে মধ্যরাতে ইলিশ কিনতে বাজারে ভিড়

শেষ মুহুর্তে ইলিশের টানে মধ্যরাতে বরিশাল পোর্ট রোডের ইলিশের সবচেয়ে বড় বাজারে ভিড় করেছেন ক্রেতারা।
বরিশালে মধ্যরাতে ইলিশ কিনতে বাজারে ভিড়
শেষ মুহুর্তে ইলিশের টানে মধ্যরাতে বরিশাল পোর্ট রোডের ইলিশের সবচেয়ে বড় বাজারে ভিড় করেছেন ক্রেতারা। ছবি: সুশান্ত ঘোষ/স্টার

শেষ মুহুর্তে ইলিশের টানে মধ্যরাতে বরিশাল পোর্ট রোডের ইলিশের সবচেয়ে বড় বাজারে ভিড় করেছেন ক্রেতারা।

মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী ও সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন বন্ধ থাকবে। 

শেষ রাতে অনেক ক্রেতাই বাজারে ছুটে আসবে বিষয়টি আগেই ধারণা করতে পেরেছিলেন ইলিশ ব্যবসায়ীরা। তাই ইলিশের দাম গত দিনের তুলনায় আরও বাড়িয়ে দিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাত ১১টায় সরেজমিনে পোর্ট রোডের ইলিশ বাজারে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।

চড়া দামে ইলিশ বিক্রির কথা উল্লেখ করে এক ক্রেতা ডেইলি স্টারকে বলেন, 'কেজির মাছ আগের দিনও ১১০০ টাকা করে বিক্রি হয়েছে, আজ তার দাম বলা হচ্ছে ১২০০ টাকা। মাছগুলো তেমন তাজাও নয়। মনে হয় বেশ কিছুদিন আগের মজুতকৃত মাছ বাজারে  এনেছে।'

তিনি জানান, বাজারে কয়েক হাজার ক্রেতা থাকলেও সে তুলনায় মাছ অনেক কম। 

মাছের আড়তদার জহির শিকদার বলেন, 'শেষ মুহুর্তে ইলিশ কিনতে অনেকেই বাজারে ভিড় করায় দাম একটু বেড়ে গেছে। প্রতি মণ কেজির মাছ ৪৮ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। ৬০০ গ্রামের মাছের মণ পড়ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা।'

নগরীর হাসপাতাল রোড থেকে আসা এক ক্রেতা বলেন, 'আমরা রাত করে বাজারে এসেছিলাম একটু কম দামে ইলিশ কিনতে কিন্তু এখন নিরুপায় বেশি দামে কিনতে হচ্ছে।'

ইলিশ বাজার পরিদর্শন শেষে জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, 'রাত ৯টা থেকেই বাজারগুলোতে ভিড় বাড়তে শুরু করে। রাত যত বাড়ছে ততই ভিড় বাড়ছে।'

তিনি জানান, আগামী ২২দিন বরিশালসহ ৬টি অভয়াশ্রম ছাড়াও ৩৭ জেলার অংশবিশেষ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এ নিয়ে মৎস্য বিভাগ ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে বলে জানান তিনি।

 

Comments