ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় রেললাইনের ওপর ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা আবার সচল হয়েছে।
ছবি: স্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় রেললাইনের ওপর ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা আবার সচল হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সকাল ৯টার দিকে সাতখামাইর এলাকায় রেললাইনের ওপর ক্রেন উল্টে যায়।

রেললাইনে প্রতিবন্ধকতা থাকায় সকাল থেকে ৪টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়।

শ্রীপুর রেলওয়ের স্টেশন মাস্টার হারুন অর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, রেললাইনের ওই জায়গায় স্লিপার স্থাপনের কাজ চলছিল। দুর্ঘটনার সময় ট্রাক থেকে ক্রেন দিয়ে স্লিপার নামানোর সময় ক্রেন উল্টে রেললাইনের ওপর পড়ে যায়। এতে ময়মনসিংহগামী তিস্তা শ্রীপুর স্টেশনে ও মহুয়া রাজেন্দ্রপুর স্টেশনে এবং ঢাকাগামী কমিউটার কাউরাইদ স্টেশনে ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস আটকা পড়ে। ক্রেন উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে আসে পরিস্থিতি স্বাভাবিক করে।।

Comments