সই জালিয়াতি করে স্কুলের টাকা উত্তোলনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
জামালপুর পৌর এলাকার তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে ২ লাখ ৫১ হাজার ৯০০ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে পাওয়া চিঠিতে বলা হয়েছে, অভিযোগ তদন্তে সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, গত ২০ অক্টোবর তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এবং অন্য ২ জন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ পত্রে তারা প্রধান শিক্ষক শিরিনা বেগমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তথ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অভিযোগ পত্র অনুযায়ী, বিদ্যালয়ের সভাপতি রাশেদুজ্জামান মিলনের স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে ২ লাখ ৫১ হাজার ৯০০ টাকা উত্তোলন করেছেন।
ওই বিদ্যালয়ের শিক্ষকদের কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শিরিনা বেগম বলেন, 'কমিটি তদন্ত করে আগে প্রমাণ করুক। তারপর এ বিষয়ে কথা বলব।'
Comments