বাংলাদেশ

এফভি মাগফিরাতের ৬ নাবিকসহ নিহতদের পরিবারকে অর্থ সহায়তা

কর্ণফুলী নদীতে র‍্যাংকন গ্ৰুপের ডুবে যাওয়া ফিশিং ট্রলার এফভি মাগফিরাতের ৬ নাবিকসহ নিহত ৮ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
ট্রলারডুবিতে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তার চেক তুলে দিচ্ছেন র‌্যাংকন গ্রুপের কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

কর্ণফুলী নদীতে র‍্যাংকন গ্ৰুপের ডুবে যাওয়া ফিশিং ট্রলার এফভি মাগফিরাতের ৬ নাবিকসহ নিহত ৮ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের সদরঘাটে র‍্যাংকন গ্ৰুপের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ক্যাপ্টেন মো. ফারুক বিন আব্দুল্লাহর স্ত্রী আরিফিন জাহানের হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন র‍্যাংকন গ্রুপের কর্মকর্তারা। 

এছাড়াও আব্দুল মোতালেবের ছেলে রাকিবকে ৫ লাখ, সেইলর মো. আবুল বাশারের বাবা মুজিবুর রহমানকে ২০ লা, গ্রিজার প্রদীপ চৌধুরীর স্ত্রী মিনা বেগমকে ২০ লাখ টাকা, ফিশ মাস্টার জহির উদ্দীনের স্ত্রী জোবায়দা আক্তারকে ২০ লাখ টাকা, সেকেন্ড ইন্জিনিয়ার জহিরুল ইসলামের স্ত্রী ফেরদৌস বেগমকে ৫০ লাখ টাকা এবং চিফ অফিসার সাইফুল ইসলামের স্ত্রী আয়েশা আক্তারকে ৫০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাংকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, র‌্যাংকন ওশিয়ানার পরিচালক রোমান রউফ চৌধুরী, র‌্যাংকন হোল্ডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, বিভাগীয় পরিচালক মাশিদ রহমান, নির্বাহী পরিচালক তানভীর শাহরিয়ার রিমন, মার্কেন্টাইল মেরিন ডিভিশনের প্রিন্সিপাল অফিসার গিয়াস উদ্দীন,

মেরিন ফিশারিজ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, র‌্যাংকন ওশিয়ানার জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশন তারেকুজ্জামান সরকার এবং র‌্যাংকন সি ফিশিংয়ের জেনারেল ম্যানেজার নাভিন আনোয়ার।

Comments

The Daily Star  | English

After OCs, EC orders to transfer UNOs

In the first phase, it asked to transfer all UNOs who have been working in their respective upazilas for more than a year

2h ago