সপরিবারে বাংলাদেশে আসছেন এডওয়ার্ড এম. কেনেডি জুনিয়র

প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম. কেনেডি জুনিয়র সপরিবারে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তিনি।
১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডি ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত।

প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম. কেনেডি জুনিয়র সপরিবারে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর বাংলাদেশে অবস্থান করবেন তিনি।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তার এ সফর।

আজ সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি।

তিনি এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন।

বাংলাদেশে এক সপ্তাহের সফরে কেনেডি পরিবারের সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক ক্রেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তারা।

কেনেডি জুনিয়রের পরিবারের সদস্যদের মধ্যে সফরে সঙ্গে থাকবেন তার স্ত্রী  ড. ক্যাথরিন "কিকি" কেনেডি, মেয়ে ড. কাইলি কেনেডি, ছেলে টেডি কেনেডি, ভাতিজি গ্রেস কেনেডি অ্যালেন এবং ভাতিজা ম্যাক্স অ্যালেন।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago