সীতাকুণ্ডে ভেসে এসেছে অর্ধশতাধিক মহিষ
চট্টগ্রামের সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে ভেসে এসেছে অর্ধশতাধিক মহিষ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কয়েকটি স্থানে এসব মহিষ ভেসে আসে।
উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মহিষগুলো তদারকি করা হচ্ছে।
জানা গেছে, দুপুরের দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড, ভাটিয়ারির চেয়ারম্যান ঘাটা, বাশঁবাড়িয়ার আকিলপুর ও কুমিরা ইউনিয়নের আকিলপুরসহ সাগর উপকূলের কয়েকটি স্থানে জোয়ারের পানিতে ভেসে আসে মহিষগুলো। স্থানীয়রা মহিষগুলো দেখতে পেয়ে জনপ্রতিনিধিদের খবর দিলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান।
সীতাকুণ্ড থানার এসআই মুকিব হাসান বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা অনেক মহিষ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, অন্তত ৫০টি মহিষ উদ্ধারের খবর পেয়েছি। মহিষগুলো যাতে নিরাপদ থাকে সে বিষয়ে স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে মালিকেরা মহিষগুলো নিয়ে যেতে পারবেন।
ধারণা করা হচ্ছে মহিষগুলো দ্বীপ উপজেলা সন্দ্বীপের বিভিন্ন চর থেকে পানিতে ভেসে চলে এসেছে। কয়েকবছর আগেও সন্দ্বীপ থেকে এরকম মহিষ সীতাকুণ্ডে চলে এসেছিল।
Comments