বাস ধর্মঘটে আয় বেড়েছে ইজিবাইক চালকদের

মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ ৩ চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতি রংপুরসহ বিভিন্ন জেলায় ধর্মঘটের ডাক দেওয়ায় ইজিবাইকসহ ৩ চাকার যানবাহনের চলাচল বেড়েছে। পাশাপাশি আয়ও বেড়েছে কয়েকগুণ।
বিভিন্ন জেলা থেকে ইজিবাইকে করে যাত্রীরা আসছেন রংপুরে। ছবি: স্টার

মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ ৩ চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতি রংপুরসহ বিভিন্ন জেলায় ধর্মঘটের ডাক দেওয়ায় ইজিবাইকসহ ৩ চাকার যানবাহনের চলাচল বেড়েছে। পাশাপাশি আয়ও বেড়েছে কয়েকগুণ।

তবে ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় রোজগার বন্ধ হয়ে গেছে বাস শ্রমিকদের। 

রংপুর বাসচালক সমিতির নেতারা শুক্রবার সকাল থেকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিলেও আগের দিন বৃহস্পতিবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে কয়েকজন ইজিবাইক চালক জানান, ধর্মঘট শুরু হওয়ার পর থেকে তারা দিনে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা আয় করেছেন। যেখানে স্বাভাবিক সময়ে তাদের দৈনিক আয় হতো ৬০০ থেকে ৮০০ টাকা।

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ইজিবাইক চালক দলিলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'রংপুর শহরে প্রায় ৩০ হাজার ইজিবাইক রয়েছে। পরিবহন ধর্মঘট শুরু হলে ইজিবাইক চালকরা রংপুর-পার্বতীপুর, রংপুর-সৈয়দপুর, রংপুর-ফুলবাড়ী, রংপুর-লালমনিরহাটসহ দূর-দূরান্তে চলাচল শুরু করেছেন।'

এ ছাড়া অন্যান্য জেলা থেকেও প্রচুর ইজিবাইক আসছে রংপুরে।

বুধবার থেকেই রংপুরে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট শুরু হওয়ায় ইজিবাইকে করে বহু মানুষ রংপুরে আসা শুরু করে।

৫টি রুটে মানুষ রংপুরে আসছেন। তার মধ্যে রয়েছে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক, দিনাজপুর-রংপুর মহাসড়ক, রংপুর-বগুড়া মহাসড়ক এবং ফুলবাড়ী-রংপুর ও রংপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়ক।  

দ্য ডেইলি স্টারের রংপুর প্রতিনিধি শুক্রবার রাতে ও শনিবার সকালে এসব সড়ক-মহাসড়ক ঘুরে দেখেন, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সিরাজগঞ্জ ও বগুড়াসহ ৮টি জেলার মানুষ রংপুরে আসছেন।

রংপুরের উদ্দেশে আসা প্রায় ৮০ শতাংশই মানুষই ইজিবাইকে করে আসছেন। আজ শনিবার ভোরেও বিভিন্ন জেলা থেকে শতাধিক ইজিবাইককে রংপুরে আসতে দেখা গেছে। 

বিএনপির সমাবেশে আসছেন নেতা-কর্মীরা। ছবি: স্টার

কুড়গ্রামের নাগেশ্বরী উপজেলার বিএনপি নেতা মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, অন্যান্য নেতাকর্মীদের নিয়ে ৫০টি ইজিবাইকে করে প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি রংপুরে পৌঁছেছেন। 

তিনি বলেন, '১০০ কিলোমিটার আসার জন্য আমি ইজিবাইক চালককে সাড়ে ৩ হাজার টাকা ভাড়া দিয়েছি।'

মাহিগঞ্জ সাতমাথার ইজিবাইক চালক দুলাল মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, তিনি রংপুর থেকে কাউনিয়াগামী পর্যন্ত যাত্রীপ্রতি ১৫০ টাকা ভাড়া নিচ্ছেন। তার ইজিবাইকে ৮ জন বসতে পারেন। এতে তিনি প্রতিদিন ৪ হাজার টাকা আয় করছেন।

ইতোমধ্যে কয়েক হাজার ইজিবাইক রংপুরে প্রবেশ করেছে বলে জানা গেছে।

পঞ্চগড়ের বিএনপি নেতা আব্দুল জলিল দ্য ডেইলি স্টারকে জানান, তিনি নেতাকর্মীদের নিয়ে প্রায় ২০০ ইজিবাইকে করে রংপুরে গেছেন। 

তবে বাস চলাচল বন্ধ থাকায় উপার্জন বন্ধ রয়েছে বাস শ্রমিকদের। এ বিষয়ে বাসের হেলপার মমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, বাস না চালালে তিনি কোনো বেতন পান না। 

তিনি বলেন, 'আমি কোনো পেমেন্ট পাইনি, কিন্তু, আমার প্রতিদিনের খরচ তো থেকে নেই।'

ঢাকা বাসের চালক আবদুল আজিজও একই কথা বলেন। 

এ বিষেয়ে বিএনপির সহসভাপতি এ জেড এম জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সরকার বাসচালক নেতাদের ব্যবহার করে হরতাল দিলেও জনগণকে ভোগান্তি দেওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না।'

তিনি বলেন, 'অবশেষে সমাবেশ হচ্ছে, রংপুরের কালেক্টরেট মাঠ হবে হাজার হাজার মানুষের সমাগমে মানবসমুদ্র।'

 

Comments

The Daily Star  | English

Post-August 5 politics: BNP, Jamaat drifting apart

The taunts and barbs leave little room for doubt that the 33-year-old ties have soured. Since the fall of Sheikh Hasina’s government on August 5, BNP and Jamaat-e-Islami leaders have differed in private and in public on various issues, including reforms and election timeframe.

4h ago