হাজীগঞ্জে যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ

Chandpur
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

আজ শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবাইর সৈয়দ, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, থানার এসআই মোস্তাক আহমেদ, এএসআই মাসুদ মুন্সি ও কনেস্টবল আল আমিন আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জুবাইর সৈয়দ বলেন, 'বিকেলে একটি মিছিল বাজারে প্রবেশ করার চেষ্টা করে। ওই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪টি রাউন্ড শর্ট গানের গুলি ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ১২জনকে আটক করেছে। তবে এখনো কোনো মামলা হয়নি।'

জানতে চাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে একটি মিছিল সভাস্থলে যাওয়ার সময় পুলিশী বাঁধার মুখে পড়ে। এসময় দলের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে।'

এতে তাদের কেউ আহত হননি বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

36m ago