দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ২৬ জেলে

ভারতে তিন মাস আটকে থাকার পর দেশে ফিরেছেন ২৬ জেলে। আজ মঙ্গলবার বিকেলে ‘বিশেষ ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।
ভারত থেকে বেনাপোলে আসার পর ২৬ জেলে। ছবি: সংগৃহীত

ভারতে তিন মাস আটকে থাকার পর দেশে ফিরেছেন ২৬ জেলে। আজ মঙ্গলবার বিকেলে 'বিশেষ ট্রাভেল পারমিটের' মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

এই ২৬ জেলের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আটকে থাকা আরও ৪০ জেলেকে গত মঙ্গলবার দেশে ফেরত পাঠায় ভারত। 

পুলিশ জানায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়েন বাংলাদেশি জেলেরা। পরে তারা সমুদ্রে ভেসে ভেসে ভারতীয় সমুদ্রসীমায় পৌঁছালে সে দেশের কোস্টগার্ড তাদের আটক করে। 

পরে তাদের ভারতের কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টার শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।

ওসি আবুল কালাম আজাদ বলেন, 'ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ২৬ বাংলাদেশি জেলেকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।' 

ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামে এনজিওর সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

Comments