ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১০ যুবক

বৃহস্পতিবার রাতে ভারতীয় পুলিশ বেনাপোল চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
বৃহস্পতিবার রাতে এই ১০ জনকে ভারতীয় পুলিশ বেনাপোল চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ছবি: সংগৃহীত

ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি যুবক। আজ বৃহস্পতিবার রাতে ভারতীয় পুলিশ বেনাপোল চেকপোস্টে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

তারা হলেন-সাইফুল ইসলাম (১৯), ইয়াছিন শেখ (২৫), আরিফ মোল্লা (২৩), কোরবান আলী (২৫), সুমন্ত মন্ডল (১৮), সোহেল হাওলাদার (২১), পান্নু মোল্লা (২৮), সোলাইমান (২০), শরিফ মোল্লাহ (২৪), নজিবুল ইসলাম (২০)। 

তারা সবাই নড়াইল, বগুড়া, গোপালগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আহসান হাবিব বলেন, 'এই ১০ জন প্রায় আড়াই বছর আগে ভারতের চেন্নাই শহরে গিয়ে বিভিন্ন স্থানে কাজ করছিল। পরে সেখানকার পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। পুলিশ আদালতে পাঠালে তাদের ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।'

ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ রাতে তাদের দেশে ফেরত আনা হয় বলে জানান তিনি।

ফেরত আসা ১০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। শিগগিরই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

Comments