ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শেষ, বাস চলাচল শুরু

শনিবার বিকেলে ফরিদপুর পৌর বাস টার্মিনালে গিয়ে অভ্যন্তরীণসহ দূরপাল্লার রুটে বাস চলাচল করতে দেখা যায়। ছবি: সুজিত কুমার দাস/স্টার

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়া পরপরই অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়।

ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। বিকলে ৫টা থেকে বাস চলতে শুরু করেছে।'

বিকেল ৫ টা ৫ মিনিটে ফরিদপুর পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অভ্যন্তরীণসহ দূরপাল্লার রুটে বাস চলাচল করছে। বাসের সহকারীরা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ডাকছেন। কিছু যাত্রী বাসে উঠছেন। তবে, তখনো বাস টার্মিনালে চিরচেনা ব্যস্ততা দেখা যায়নি।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা বলেন, 'আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট।'

এর আগে, ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল ১১ নভেম্বর ও আজ এ ধর্মঘট পালিত হয়।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

17h ago