ফরিদপুরে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন এনসিপির নেতাকর্মীরা

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা উপলক্ষে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পথসভা শুরুর কথা ছিল। কিন্তু গতকাল গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে বারোটা করা হয়েছে।
শহরের জনতা ব্যাংক মোড়ে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সেখানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন।
মধুখালী উপজেলা থেকে আসা রাজু আহমেদ জানান, তিনি সকাল সাড়ে দশটায় এসেছেন। গতকালের পরিস্থিতির কারণে পথসভা হবে সাড়ে ১২টায়।
একই উপজেলা থেকে আসা তাসিন আহমেদ বলেন, কেন্দ্রীয় নেতাকর্মীদের কথা শুনতে এসেছি।
ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ জানান, সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে পথসভা। নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, 'নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশস্থলের আশেপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী ও র্যাব সদস্যরা টহল দেবে।'
তিনি আরও বলেন, 'ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্য জেলা থেকে বাড়তি কোনো জনবল আনা হয়নি। আমরা প্রত্যাশা করছি, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ অনুষ্ঠিত হবে।'
Comments