পঞ্চগড়ে ধান খেত থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশের ধান খেত থেকে আব্দুল বারেক (৫৮) নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশের ধান খেত থেকে আব্দুল বারেক (৫৮) নামে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। 

নিহত আব্দুল বারেক ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজেয় কুমার রায়।  

ওসি বলেন বুধবার সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আব্দুল বারেক। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা কয়েকবার তার ফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।

সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে একটি ধান খেতে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনেরা।

পুলিশ জানায় ময়না তদন্তের প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আব্দুল বারেকের ব্যবহৃত বাইসাইকেলটি স্থানীয় কাদেরপুর বাজার থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Inflation down by one percent: Salehuddin

Govt has been able to stabilise the market situation

38m ago