‘সিলেটে বিএনপির সমাবেশ ও বাস ধর্মঘটের কারণে পর্যটক কমে গেছে’ 

শীতের সময় সাপ্তাহিক ছুটির দিনগুলো সিলেট পর্যটনের জন্য খুবই জনপ্রিয় জায়গা। কিন্তু আগামীকাল শনিবার বিএনপির সমাবেশের আগে এই শুক্রবার সিলেটে পর্যটকের আনাগোনা কমে গেছে।
মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলায় ধর্মঘট থাকায় বিভাগের বিভিন্ন পর্যটন গন্তব্যগুলোতে পর্যটকরা যেতে পারছেন না বলে জানা গেছে। ছবি: শেখ নাসির/স্টার

শীতের সময় সাপ্তাহিক ছুটির দিনগুলো সিলেট পর্যটনের জন্য খুবই জনপ্রিয় জায়গা। কিন্তু আগামীকাল শনিবার বিএনপির সমাবেশের আগে এই শুক্রবার সিলেটে পর্যটকের আনাগোনা কমে গেছে।

মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এই ৩ জেলায় পরিবহন ধর্মঘট এবং শনিবার সিলেট জেলায় ধর্মঘট থাকায় বিভাগের বিভিন্ন পর্যটন গন্তব্যগুলোতে পর্যটকরা আসছেন না বলে হোটেল মালিকরা জানিয়েছেন।

পর্যটকের হিসাব রাখার জন্য নির্দিষ্ট কোনো সংস্থা না থাকলেও, স্থানীয় হোটেল মালিকরা বলছেন, হোটেলে পর্যটক তেমন আসছেন না।

নগরীর অধিকাংশ হোটেলে অতিথির সংখ্যা কমে গেছে উল্লেখ করে তারা জানান, যারা এসেছেন তাদের বেশিরভাগই আগামীকাল বিএনপির সমাবেশে যোগ দিতে এসেছেন।

সিলেটের হোটেল অ্যান্ড গেস্টহাউস ওনার্স গ্রুপের সভাপতি এ টি এম শোয়েব দ্য ডেইলি স্টারকে বলেন, 'সমাবেশের কারণে জেলায় যথেষ্ট পর্যটক নেই। তবে বিএনপির কিছু নেতাকর্মী কয়েকটি হোটেলে উঠছেন।'

তিনি বলেন, 'এ কারণে পর্যটন শিল্প কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। কারণ ক্ষতির হিসাব করার মতো কোনো সংস্থা নেই।'

হোটেল ফরচুন গার্ডেনের সত্ত্বাধিকারী সুমাত নুরী জুয়েল আজ শুক্রবার ডেইলি স্টারকে বলেন, 'টুরিস্ট সিজনে শুক্রবার-শনিবার অন্তত ৬০-৭০টি রুম টুরিস্টরা বুকিং করেন। কিন্তু আজ মাত্র ৩টি রুমে গেস্ট আছেন। সিলেটের সমাবেশের আগে রাজনৈতিক অস্থিরতায় গত সপ্তাহ থেকেই আমরা কম গেস্ট পাচ্ছি।'

 

Comments