মাছ ধরে ধনী সেন্টমার্টিনের গনি

সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল গনি আপাদমস্তক একজন মৎস্যজীবী। মাছ ধরার সৌভাগ্য যেন তার পিছু ছাড়ছে না। আবার তার জালে ধরা পড়েছে প্রায় ২৪ কেজির একটি কালো পোপা মাছ। 
শনিবার ভোরে ধরা ২৪ কেজি ওজনের পোপা মাছসহ আব্দুল গনি। ছবি: সংগৃহীত

সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল গনি আপাদমস্তক একজন মৎস্যজীবী। মাছ ধরার সৌভাগ্য যেন তার পিছু ছাড়ছে না। আবার তার জালে ধরা পড়েছে প্রায় ২৪ কেজির একটি কালো পোপা মাছ। 

মাছটির দাম সাড়ে ৩ লাখ টাকা চাইলেও, দর কষাকষি শেষে নুর আহমদ সওদাগরকে ৮৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন গনি।

আজ শনিবার সকাল ৮টার দিকে সেন্টমার্টিন পশ্চিম পাড়া সৈকতে গনির জালে ধরা পড়ে ২৪ কেজি ওজনের কালা পোপাটি। বেলা ১টার দিকে বাজারে মাছটি বিক্রি করা হয়। 

আব্দুল গনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিদিনের মতো ট্রলার নিয়ে ভোরে মাছ শিকারে গিয়েছিলাম। সকাল ৮টার দিকে জাল টানতে গিয়ে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বিশাল পোপা মাছ দেখে সবাই খুশি হয়ে গিয়েছিলাম। ফিরে এসে বাজারে মাছটি তুলে ৩ লাখ ৫০ হাজার টাকা দাম চেয়েছিলাম।'

বড় 'পোয়া' মাছকে চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলে সাধারণত পোপা মাছ বলা হয়। এ মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডার দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি হয় বলে জানা যায়। এ কারণে এ মাছের রপ্তানি চাহিদা বেশি। তাই এর দামও বেশি।

গনির জালে বারবার বড় বড় মাছ ধরা পড়ায় তার সৌভাগ্যের কথা সেন্টমার্টিনবাসীর মুখে মুখে ফেরে।

গত ৮ নভেম্বর ভোরে ৬০ কেজি ওজনের ২টি বড় পোয়া মাছ পেয়েছিলেন গনি। মাছ ২টি তিনি ৮ লাখ টাকায় কক্সবাজারের ব্যবসায়ী ইসহাকের কাছে বিক্রি করেন। 

২০১৮ সালের ১৪ নভেম্বর গনি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ ধরেছিলেন। সেটি বিক্রি করেছিলেন ১০ লাখ টাকায়।

২০২০ সালের নভেম্বর মাসে গনি আরেকটি পোয়া মাছ বিক্রি করেছিলেন ৬ লাখ টাকায়।

গনি ডেইলি স্টারকে জানান, মাছ বিক্রি করে তিনি দুটি মাছ ধরার ট্রলার ও ৪০টি জাল কিনেছেন। বাড়িও করেছেন তিনি মাছ ধরার টাকা দিয়ে।

Comments