আর্জেন্টিনার জন্য দোয়া চেয়ে রংপুরে সমর্থকদের র্যালি
কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দোয়া চেয়ে রংপুরে র্যালি করেছে আর্জেন্টিনা ভক্তরা। আজ সোমবার দুপুরে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কয়েকশ সদস্য দলের জার্সি পরে র্যালিতে যোগ দেন।
সোমবার সকাল থেকেই জার্সি গায়ে রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আর্জেন্টিনা সমর্থকরা জড়ো হতে শুরু করেন। তাদের অনেকেই হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন। ঢাক ঢোল পিটিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ৫০ ফুট লম্বা পতাকা নিয়ে তারা র্যালি বের করেন। রাস্তায় আর্জেন্টিনা দলের সমর্থকরা তাদের উৎসাহ দেন। আর্জেন্টিনা দলের জন্য মাইকে দোয়া চাওয়া হয়।
ফেসবুকে ভক্ত সংগ্রহের জন্য তারা ইতোমধ্যে একটি পেজ খুলেছেন।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য হাবিবুর রহমান জানান, তারা নগরবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। তাদের আশা আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ জয় করবে।
আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি আফজাল হোসেন বলেন, ফিফা বিশ্বকাপ ফুটবল ভক্তদের কাছে একটি বৈশ্বিক উৎসব এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এখানে বিভিন্ন দেশের দলের ভক্ত থাকলেও আর্জেন্টিনার ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা তাদের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া চাই।
মঙ্গলবার বিকেলে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল মেসির দল। আর্জেন্টিনা দলের সমর্থকরা রংপুরে টাউন হল মাঠে বড় পর্দায় ম্যাচ উপভোগ করবেন।
Comments