পদ্মা ও মেঘনা নামে হচ্ছে নতুন ২ বিভাগ

পদ্মা ও মেঘনা নদীর নামে নতুন দুই বিভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ফরিদপুর অঞ্চলের জেলাগুলোকে নিয়ে হবে পদ্মা বিভাগ। মেঘনা বিভাগ হবে কুমিল্লা ও এর আশপাশের জেলাগুলো নিয়ে।

পদ্মা ও মেঘনা নদীর নামে নতুন দুই বিভাগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ফরিদপুর অঞ্চলের জেলাগুলোকে নিয়ে হবে পদ্মা বিভাগ। মেঘনা বিভাগ হবে কুমিল্লা ও এর আশপাশের জেলাগুলো নিয়ে।

আগামী রোববার প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকের আলোচ্যসূচিতে বিষয়টি রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কমিটি অনুমোদন দিলে নতুন বিভাগ দুটির কাজ শুরু হবে।

দেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে- বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। এই আট বিভাগের বাইরে কুমিল্লা ও ফরিদপুরে নতুন বিভাগ তৈরি করার ঘোষণা এসেছে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে। গত বছরের ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তিনি ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগে উন্নীত করতে চান এবং এর নাম হবে পদ্মা ও মেঘনা।

Comments