নৌ ধর্মঘট প্রত্যাহার

সারাদেশে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
Sadarghat Launch Terminal
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল। স্টার ফাইল ফটো

সারাদেশে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। 

আজ সোমবার রাজধানীর বিজয়নগর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক শেষে নৌযান শ্রমিকরা এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। 

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ, শিপিং করপোরেশন, নৌযান মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণে একমাসের মধ্যে কমিটি গঠন ও মামলা প্রত্যাহারসহ অন্যান্য সমস্যা সমাধানে আশ্বস্ত করা হয়েছে। আমরা আশা করি, সরকার দ্রুত এসব সমস্যা সমাধান করবে। তাই ধর্মঘট প্রত্যাহার করে এ মুহূর্ত থেকে সব শ্রমিককে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে।'

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। এতে ঢাকা নদীবন্দরসহ সারাদেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

Comments