বাংলাদেশ

‘নকল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে’ মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজ্য সেলাঙ্গরের রাজধানী শাহআলমে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নকল ওয়ার্ক পারমিট তৈরি ও বিক্রির করতেন।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মালয়েশিয়ার রাজ্য সেলাঙ্গরের রাজধানী শাহআলমে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নকল ওয়ার্ক পারমিট তৈরি ও বিক্রির করতেন।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাহআলম পুলিশের প্রধান এসিপি মোহম্মদ ইকবাল ইব্রাহিম বলেছেন, ২০ থেকে ৩০ বছর বয়সী সন্দেহভাজনদের মধ্যে ২ জনকে গত মঙ্গলবার কাম্পুং বারু হিকম সেকশন ২৬-এ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তদন্তে জানা গেছে যে এই ২ জন গত ৩  বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন এবং হিকম গ্লেনমারী শিল্প এলাকায় কাজ করতেন। গত অক্টোবর থেকে তারা নকল ওয়ার্ক পারমিট তৈরি ও বিক্রি করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, 'বিদেশি নাগরিকদের কাছে বিক্রি করা নকল পারমিটগুলো সহজেই পাওয়া যায় এবং ২০০ মালয়েশিয়ান রিঙ্গিতে বিক্রি করা হয়। তাদের গ্রাহকের বেশিরভাগই বাংলাদেশি।'

এই ২ জনকে গ্রেপ্তারের পর ৩০ বছর বয়সী আরেক সন্দেহভাজন বাংলাদেশি গতকাল রাতে আত্মসমর্পণ করেন।

মোহম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, প্রথমে গ্রেপ্তার করা ২ সন্দেহভাজন ৩ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে রয়েছে এবং আত্মসমর্পণ করা সন্দেহভাজনকে আজ রিমান্ড আবেদনের জন্য আদালতে হাজির করা হবে।

Comments