রাজশাহীতে বিএনপির ‘প্রেস কার্ড’ নিয়ে যা হলো

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের জন্য দলের পক্ষ থেকে ইস্যু করা 'প্রেস কার্ড' বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
প্রেস কার্ডে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার দুপুরে রাজশাহী নগরের একটি হোটেলের কনফারেন্স রুমে এসব কার্ড সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়। কার্ডে থাকা নেতাদের ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা।
শুক্রবার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সাংবাদিকরা বিএনপির এই প্রেস কার্ড বর্জন করেছেন।
বিবৃতিতে বলা হয়, 'রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ কারাবন্দী এক আসামির ছবি পরিবেশন করায় এই মিডিয়া কার্ডটি আরইউজের পক্ষ থেকে বর্জন করা হলো।'
বিবৃতিতে বলা হয়, 'আমাদের কোনো গণমাধ্যমকর্মী গলায় এই কার্ড পরবেন না বা সঙ্গে নিয়ে যাবেন না। সাংবাদিকদের সমাবেশে ঢুকতে বাধা দেওয়া হলে, তারা সমাবেশ বয়কট করবেন।'
আরইউজে সভাপতি রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, অতীতে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কাভার করার জন্য সাংবাদিকদের কখনোই এ রকম প্রেস কার্ড নিতে হয়নি।
তিনি বলেন, 'দলীয় নেতাদের ছবি সম্বলিত কার্ড সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক করার চেষ্টা অপমানজনক এবং অগ্রহণযোগ্য।'
তবে পরে বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, তাদের প্রেস কার্ড গলায় ঝুলানোর প্রয়োজন হবে না।
রফিকুল ইসলাম বলেন, বিএনপি নেতারা পরে জানান, তারা কার্ড ছাড়াই এবং শুধুমাত্র নিজের সংবাদ মাধ্যমের পরিচয়পত্র দেখিয়েই অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।
Comments