রাজশাহীতে বিএনপির গণসমাবেশ শেষে বাস চলাচল শুরু

রাজশাহী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

মালিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় রাজশাহীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান বাস মালিকদের রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম-সম্পাদক মতিউল হক টিটু।

তিনি জানান, বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে সফল আলোচনার পর তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

ধর্মঘট প্রত্যাহারের এক ঘণ্টা আগে কমিশনারের কনফারেন্স রুমে এই বৈঠক হয়। সেখানে বিভাগের অন্যান্য জেলার বাস মালিক নেতারা উপস্থিত ছিলেন বলেও জানান মতিউল হক টিটু।

তিনি বলেন, 'এক মাসের মধ্যে মহাসড়ক থেকে অননুমোদিত যানবাহন ও হাট-বাজার সরিয়ে নেওয়ার দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ বলেছে যে, কিছু দাবি তাদের এখতিয়ারে নেই এবং তারা দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে পাঠাবে।'

রাজশাহী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, একই সভা শেষে তারাও ধর্মঘট প্রত্যাহার করে নেন।

ইতোমধ্যে রাজশাহী রেলগেট, শিরইল ও ভদ্রা বাস স্টপেজ থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে দেখা গেছে। অন্যান্য পরিবহনও পুনরায় চলাচল শুরু করেছে।

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের ৩ দিন আগে বাস ও ট্রাক মালিকরা বিভিন্ন দাবির কথা উল্লেখ করে পরিবহন ধর্মঘট শুরু করেন। 

 

Comments