‘ফলাফল জালিয়াতি করে তাকসিম ওয়াসা এমডি’ হাইকোর্টে রিট

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
তাকসিম
ওয়াসা এমডি তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ রোববার আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন হাইকোর্টে এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, 'নিয়োগের ভাইভা পরীক্ষার মার্কশিটে ঘষামাজা ছিল। সেখানে ফলাফল জালিয়াতির মাধ্যমে তাকসিম এ খান ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন।'

দুর্নীতি দমন কমিশন ও সরকারকে এ অভিযোগের তদন্ত করার নির্দেশ দেওয়ার জন্য তিনি হাইকোর্টের কাছে প্রার্থনা করেন।

আবেদনের বরাত দিয়ে সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, '২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পাওয়ার আগে তাকসিম এ খানের পয়ঃনিষ্কাশন বা অন্য কোনো সংশ্লিষ্ট দপ্তরে কাজের কোনো অভিজ্ঞতা ছিল না। অথচ এই পদের জন্য কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকার নিয়ম ছিল।'

তিনি বলেন, 'তাকসিম এ খান গত ১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এ সময়ের মধ্যে প্রতি ইউনিট পানির দাম ৬ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করেছেন।'

তাকসিম এ খানের বিরুদ্ধে কোটি কোটি টাকার অনিয়মের অভিযোগ আছে উল্লেখ করে সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, 'তাকসিম এ খান দেশের রাষ্ট্রপতির চেয়ে বেশি বেতন পান।'

আগামীকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।

 

Comments