সভা-সমাবেশের অধিকার হরণ করে ক্ষমতায় থাকতে মরিয়া আ. লীগ: বাম জোট

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে ‘পুলিশি হামলার’ তীব্র নিন্দা জানানো হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সভা। ছবি: সংগৃহীত

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় ঢাকায় বিএনপি কার্যালয়ের সামনে 'পুলিশি হামলার' তীব্র নিন্দা জানানো হয়েছে।

আজ বুধবার বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে এ সভা হয়।  

সভায় বলা হয়, 'সভা-সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। বর্তমান আওয়ামী লীগ সরকার এই অধিকার হরণ করে স্বৈরাচারী, ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে। গণতান্ত্রিক অধিকার রাখতে সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।'

সভায় আগামী ৩০ ডিসেম্বর সভা, সমাবেশ, বিক্ষোভের মাধ্যমে দেশব্যাপী কালো দিবস পালন এবং সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করতে আহ্বান জানানো হয়।

এ সময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেদা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক, সিপিবির মিহির ঘোষ, বাসদের জুলফিকার আলী, বাসদের (মার্কসবাদী) সীমা দত্ত, তাসলিমা আক্তার, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহিদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী ও রুবেল সিকদার বক্তব্য দেন।

বক্তারা বলেন, 'চলমান দুঃশাসনে এলপিজি গ্যাসের দামসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অন্যদিকে পণ্য আমদানি রপ্তানির নামে হুন্ডিসহ নানা মাধ্যমে টাকা পাচার, নিয়মনীতি উপেক্ষা করে ব্যাংকের ঋণ অনুমোদন, খেলাপি ঋণ বেড়ে যাওয়া মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। সমাজে বৈষম্য বেড়ে চলেছে। এর বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ দাবিতে সচেতন ও সংগঠিত হয়ে দুঃশাসনের অবসানে গণআন্দোলন বা সংগ্রাম গড়ে তুলতে হবে।'

সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকার হরণ করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সভায় বলা হয়, 'সরকারের ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী প্রবণতা দিন দিন বেড়েই চলছে। এই সুযোগে নানা অপশক্তি মথাচাড়া দিয়ে উঠছে।'

গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে যার যার অবস্থান থেকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয় এ সময়।

Comments

The Daily Star  | English

288 Myanmar security personnel sent back from Bangladesh

Bangladesh this morning repatriated 288 members of Myanmar's security forces, who had crossed the border to flee the conflict between Myanmar's military junta and the Arakan Army

35m ago