চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রী কমেছে

চট্টগ্রাম থেকে আজ শুক্রবার বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে যাত্রীর সংখ্যা বেশ কমে গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান বাসস্ট্যান্ডে অনেক বাস খালি এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ছবি: রাজিব রায়হান/স্টার

চট্টগ্রাম থেকে আজ শুক্রবার বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে যাত্রীর সংখ্যা বেশ কমে গেছে।

এর কারণ হিসেবে, আগামীকাল বিএনপির সমাবেশের আগে সহিংসতার আশঙ্কাকে দায়ী করেছেন বাস অপারেটররা।

সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেক বাস খালি এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

সেখানকার ইউনিক বাস কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ আসিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সহিংসতার হুমকির কারণে স্বাভাবিকের চেয়ে কম সংখ্যক মানুষ যাতায়াত করছেন।'

'প্রতিদিন আমরা ঢাকায় ৩০টি ট্রিপ পরিচালনা করলেও আজ মাত্র ১২টি বাস ছেড়ে গেছে', বলেন তিনি।

ঢাকাগামী যাত্রী এ কে এম মহিউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'চালক অতিরিক্ত যাত্রীর জন্য অপেক্ষা করছেন, তাই আমাদের এক ঘণ্টা ধরে বসে থাকতে হয়েছে।'

ড্রিম লাইন বাস কাউন্টারের ম্যানেজার জানে আলম ডেইলি স্টারকে বলেন, 'যাত্রী সংকটের কারণে অনেক বাস নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।'

'আমাদের একটি বাস মাত্র ৩ জন যাত্রী নিয়ে ঢাকায় গেছে', বলেন তিনি।

ড্রিম লাইন বাস সার্ভিসের চালক রবিউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সাধারণত একটি বাসের সিট পূরণ করতে ৩০ মিনিট সময় লাগলেও আজ যাত্রী কমে যাওয়ায় এক ঘণ্টার বেশি সময় লেগেছে।'

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুর আলম চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম-ঢাকা রুটে কোনো বাধা নেই। তবে যাত্রী সংখ্যা কমে গেছে।'

Comments