কিলোমিটারে ৩ পয়সা কমল বাসভাড়া, কার্যকর কাল থেকে

সর্বনিম্ন ভাড়া বাস ও মিনিবাসের ক্ষেত্রে ১০ টাকা এবং সিটি সার্ভিসে ৮ টাকা অপরিবর্তিত আছে।
প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

দূরপাল্লা ও সিটি সার্ভিস উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে বাসভাড়া ৩ পয়সা কমিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

আগামীকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নেতৃত্বে গঠিত কমিটি এক বৈঠকে বাসভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আন্তঃনগর দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সার পরিবর্তে ২ টাকা ১২ পয়সা হবে।

সিটি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সার পরিবর্তে ২ টাকা ৪২ পয়সা হবে।

এছাড়া, মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩৫ পয়সার পরিবর্তে ২ টাকা ৩২ পয়সা।

সর্বনিম্ন ভাড়া বাস ও মিনিবাসের ক্ষেত্রে ১০ টাকা এবং সিটি সার্ভিসে ৮ টাকা অপরিবর্তিত আছে।

 

Comments