গোলাপবাগে সমাবেশ: সায়েদাবাদে যাত্রী সংকট, বাস ছাড়ছে কম

বিকেলের পর থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা কমে গেছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল সংলগ্ন গোলাপবাগ মাঠে আগামীকাল বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশের আগে বিকেলের দিকে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করে। এরপর থেকে যাত্রী সংকট তৈরি হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনালে। 

আর যাত্রী সংকটে এ কারণে এ টার্মিনাল থেকে বাস ছাড়ার সংখ্যাও কমে গেছে। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোতে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশ কম। এ কারণে কম বাস ছাড়া হচ্ছে বলে পরিবহনের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন। টার্মিনালে পর্যাপ্ত বাস থাকলেও, যাত্রী না থাকায় বাস ছাড়া হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানান।

সায়েদাবাদ থেকে কক্সবাজারগামী একুশ এক্সপ্রেস পরিবহনের বাস ১ ঘণ্টা পরপর ছেড়ে যায়। তবে আজ দুপুরের পর থেকে যাত্রী কমে যাওয়ায় বাস ছাড়া হয়েছে অনেক কম।  

নোয়াখালী ছেড়ে যায় খাদিজা ভিআইপি পরিবহন। অন্যান্য দিন ৩০ মিনিট পরপর গাড়ি ছাড়া হলেও, আজ দুপুরের পর থেকে মাত্র ৩-৪টি গাড়ি সায়েদাবাদ ছেড়ে গেছে।

খাদিজা পরিবহনের ম্যানেজার আহমেদ মাহিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুরের পর থেকে ৩-৪টি গাড়ি ছাড়া হয়েছে। অর্ধেক যাত্রী নিয়ে এসব গাড়ি রওনা দিয়েছে।'

লক্ষ্মীপুরগামী ইকোনো সার্ভিসের ম্যানেজার মামুন হোসেন ডেইলি স্টারকে বলেন, 'দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪টা গাড়ি ছেড়েছে। এ সময়ে সাধারণত ২০টা গাড়ি ছাড়া হয়।'

'যাত্রী একদমই কম, তাই বাস ছাড়া হয়নি। প্রতিটি বাস ১২-১৫ জন যাত্রী নিয়ে রওনা দিয়েছে,' বলেন তিনি।

বাস টার্মিনালে দেখা হয় ইকবাল হোসেনের সঙ্গে। সিলেট যাওয়ার উদ্দেশে তিনি সায়েদাবাদ এসেছেন বিকেল ৪টায়।

তিনি ডেইলি স্টারকে বলেন, 'বিকেল থেকে বসে আছি, বাস ছাড়ছে না। আল-মোবারক পরিবহনের টিকিট কেটেছি। বিকেল ৪টা থেকে এই পরিবহনের কোনো বাস ছাড়েনি।'

জানতে চাইলে আল-মোবারক পরিবহনের ফিরোজ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সাড়ে ৮টা বা ৯টার দিকে বাস ছাড়া হবে, যদি যথেষ্ট যাত্রী পাওয়া যায়। অন্যান্য দিন তো আমরা প্রতি ঘণ্টায় ১টা করে গাড়ি ছাড়ি।' 

যোগাযোগ করা হলে সায়েদাবাদের শ্যামলী এনআর পরিবহনের ম্যানেজার রফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'অন্যান্য দিনের তুলনায় অর্ধেক বাস ছাড়তে পেরেছি আজ। যেগুলো ছাড়া হয়েছে, সেগুলোও অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে।'

তিনি বলেন, 'সাধারণত দেশের সব রুটেই আমাদের বাস যায়। কিন্তু আজ যাত্রী না থাকায় বাস ছাড়া হয়েছে কম।'

শ্যামলী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা জোবায়ের হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সঠিক হিসাব না থাকলেও, অর্ধেক বাস ছাড়া হয়েছে আজ। অর্ধেক সিট খালি রেখেই বাস ছাড়তে হয়েছে।' 

এদিকে বরিশালগামী সাকুরা পরিবহনের ১২টি গাড়ি সায়েদাবাদ ছাড়ার কথা থাকলেও, বিকেল থেকে ছেড়েছে ৭টি বাস। 

   

Comments

The Daily Star  | English

Election must be held within December: Tarique

BNP Acting Chairman Tarique Rahman has said the upcoming national election must be held within December

1h ago