গাজীপুর ও মানিকগঞ্জে সড়ক-মহাসড়কে যানবাহন কম, চলছে তল্লাশি  

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় পুলিশের তল্লাশি। ছবি: স্টার

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন প্রবেশ ও বহির্গমন মুখে আজ শুক্রবার সকাল থেকেই যাত্রীবাহী পরিবহনের চাপ কম। মহাসড়কের পাশে দূরপাল্লার কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে গেছে। আঞ্চলিক কিছু যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে।

ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ মানিকগঞ্জে প্রতিটি সড়কেও যানবাহনের সংখ্যা কম দেখা গেছে আজ। বিভিন্ন পয়েন্টে চলছে পুলিশের তল্লাশি।

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মা-বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার মো. রমজান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুধু আজকেই নয়, গত ৩ দিন ধরে আমাদের কাস্টমার কম। তবে আজ মহাসড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কমে গেছে। যেসব পরিবহন মাঝেমধ্যে দেখা যাচ্ছে সেগুলো মালবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান।'

শুক্রবার চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে গাজীপুরের জৈনাবাজারে এসে পৌঁছেছেন ট্রাকচালক সাইফুল ইসলাম।

তিনি বলেন, 'এ পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি চেকের মধ্যে পড়েছি। অনেকে অর্ডার না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে বসে আছি।'

ময়মনসিংহের ভালুকা ডিগ্রী কলেজের শিক্ষার্থী আকাশ মাহমুদ জানান, ময়মনসিংহের সীমানা অতিক্রম করতে যাওয়ার সময় তিনি পুলিশি তল্লাশির মুখে পড়েন সকাল ১১টার  দিকে। তিনি গাজীপুরের জৈনাবাজার এলাকায় যাচ্ছিলেন। তার বাড়ি ভালুকার সিডস্টোর এলাকায়। জৈনাবাজার থেকে সিডস্টোরের দূরত্ব ৭ কিলোমিটার। এর মাঝে গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্ত।

পুলিশি তল্লাশির সময় তিনি জেলার সীমান্ত অতিক্রম করতে পারেননি বলে জানান দ্য ডেইলি স্টারকে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী সোয়ানা পরিবহনের চালক ইসমাইল হোসেন বলেন, 'সড়কে পুলিশ চেকপোস্টগুলো জেলার প্রবেশমুখে বসানো হয়েছে। প্রতিটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বাসে গত ৩ দিন যাত্রী অনেক কমে গেছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে গাড়ির সব সিট পূর্ণ হচ্ছে না।'

একই সড়কের সৌখিন পরিবহনের চালক জসীম সিকদার বলেন, 'জরুরি প্রয়োজেন কিছু মানুষ ঢাকায় যেতে চাচ্ছেন। কেবল তাদেরকেই আমরা আজ যাত্রী হিসেবে পাচ্ছি।'

শুক্রবার সকাল থেকেই গাজীপুরে মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের চাপ কম। জৈনাবাজার এলাকা থেকে তোলা ছবি। ছবি:স্টার

আঞ্চলিক পরিবহন তাকওয়ার চালক ফরিদ হোসেন বলেন, 'যাত্রী খুবই কম। আমাদের সব গাড়িও আজ রাস্তায় নেই।'

ময়মনসিংহের ভালুকা থানার পরিদর্শক (অপারেশন) মো. আবুল হাশেম আজ গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী জৈনাবাজারে বিভিন্ন পরিবহেন তল্লাশির দায়িত্ব পালন করছেন। ১০-১২ জনের একদল ফোর্স নিয়ে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের গতিরোধ করে গাড়ির কাগজপত্র ও যানবাহনের বিভিন্ন অংশ তল্লাশি করছেন তারা।

তিনি বলেন, 'ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে কেউ যেন বিপদজনক কোনো বস্তু বহন করতে না পারে বা কোনো ওয়ারেন্টভুক্ত আসামি যেন কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেজন্য তল্লাশি চালানো হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।'

'আমরা সবাইকে তল্লাশি করছি না। কেবল সন্দেহ হলেই ব্যক্তি ও পরিবহন তল্লাশির আওতায় আনা হচ্ছে', যোগ করেন তিনি।

আমাদের মানিকগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কও আজ বেশ ফাঁকা দেখা গেছে।

মহাসড়ক, জেলা শহর ও উপজেলা সদরের অনেক পয়েন্টে পুলিশ ও র‌্যাব সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে তাদের।

Comments

The Daily Star  | English
us tariff rates by country

Higher US tariffs take effect on dozens of economies

US duties rose from 10 percent to levels between 15 percent and 41 percent for a list of trading partners

14m ago