‘বাইরের চাপে বা কোনো ষড়যন্ত্রের কাছে সরকার নত হবে না’

ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

বাইরের কোনো চাপ বা অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্রের কাছে শেখ হাসিনা সরকার নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তারা বলেছেন, সরকার একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে করতে বদ্ধপরিকর।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে তারা এ মন্তব্য করেন।

সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে এবং মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সমীরসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করে গত ৭ ডিসেম্বর ১৫ কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতির উল্লেখ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

মন্ত্রী আব্দুল মোমেন বলেন, 'বাংলাদেশে বিএনপি-জামায়াতের শাসনামলে জঙ্গি তৎপরতা ও সহিংসতা বেড়ে গিয়েছিল। ২০০৪ সালে গ্রেনেড হামলায় বেশ কয়েক জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ সরকারের আমলে গত ১ দশকে দেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতি হয়েছে এবং জঙ্গিবাদ উল্লেখযোগ্যভাবে কমেছে।'

তিনি আরও বলেন, 'মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকতে পারে এবং যুক্তরাষ্ট্রসহ কোনো দেশেই পুরোপুরি সঠিকভাবে পরিচালিত হয় না।'

দোষারোপের পরিবর্তে এ পরিস্থিতি উত্তরণে সহযোগিতা কাম্য বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের জন্ম হয়েছে এবং দলটির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে।'

তিনি বলেন, 'সরকারের ক্ষমতার উৎস জনগণ। এই দেশ কারা শাসন করবে, তা জনগণই নির্ধারণ করবে।'

'কোন বাহ্যিক শক্তি বা কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র এটা নির্ধারণ করতে পারবে না,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা এদেশের মাটিতে গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং মৌলিক স্বাধীনতা রক্ষার জন্য লড়াই চালিয়ে যাব। আমি ঢাকায় বিদেশি মিশনগুলোকে কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার আহ্বান জানাবো যা তারাও তাদের দেশে বিদেশি মিশনের কাছে প্রত্যাশা করে।'

'সরকার আমাদের বিদেশি অতিথিদের প্রতি ধৈর্যশীল এবং সৌহার্দ্যপূর্ণ এবং সব জাতির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আন্তরিক,' যোগ করেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, 'বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কয়েকটি উন্নত দেশের লক্ষ্যবস্তু হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

3h ago