ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি

ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি।
বেনাপোল স্থলবন্দর। স্টার ফাইল ছবি

ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৭ বাংলাদেশি।

আজ সোমবার তারা দেশে ফেরেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

তারা হলেন— যশোরের মো. মুন্না খান (৫৩), সাতক্ষীরার মো. আরিফুল ইসলাম (১৯), মো. আরিফুল হক (৩০) ও মো. মোকসেদ আলী (৩৩), নরসিংদীর মো. তোফায়েল (৩৪), ময়মনসিংহের মো. হুমায়ুন কবির (২৮) এবং পটুয়াখালীর মো. আলামীন (৩০)।

বেনাপোল পোর্টের ইমিগ্রেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে জানান, এই ৭ জন যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পর তামিলনাড়ু থেকে পুলিশ তাদের আটক করে। পরে ভারতীয় আদালত তাদের তামিলনাড়ু কারাগারে পাঠায়। সেখানে ২ বছর কারাভোগের পর আজ ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন বলেন, 'আড়াই বছর আগে দালালের মাধ্যমে এই ৭ জন ভারতে যায়। পরে তারা সেখানকার পুলিশের হাতে আটক হয়। সাজা শেষে আজ তারা দেশে ফেরেন। থানার কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

Comments