‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদার বাসায় মার্কিন রাষ্ট্রদূত

‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদার বাসায় মার্কিন রাষ্ট্রদূত
বুধবার সকালে ২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

দেশে বিভিন্ন সময়ে গুম হওয়া কয়েকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বুধবার সকালে ২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

সুমনের বোন সানজিদা ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সানজিদা ইসলাম 'মায়ের ডাক' এর আহ্বায়ক। সংগঠনটি গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবিতে কয়েক বছর ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

‘মায়ের ডাক’ এর সমন্বয়ক সানজিদার বাসায় মার্কিন রাষ্ট্রদূত
দেশে বিভিন্ন সময়ে গুম হওয়া কয়েকজনের পরিবারের সঙ্গে দেখা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

সানজিদা ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার শাহীনবাগে তাদের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। ৯টা ৩৫ মিনিটে তিনি সেখান থেকে বের হয়ে যান।

সানজিদা বলেন, 'আমরা আমাদের স্বজনদের ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছি কিন্তু সরকার এ বিষয়ে কিছুই করছে না... বরং সম্প্রতি বিভিন্ন মহল থেকে হুমকি বেড়েছে।'

এসময় পরিবারগুলো রাষ্ট্রদূতের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরেন।

তারা রাষ্ট্রদূতের কাছে কয়েকটি বিষয় তুলে ধরেন। এর মধ্যে আছে বিচার বিভাগ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, গোপন বন্দিশালা ও গুম সম্পর্কে মিথ্যাচার বন্ধ করা, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের ভয় ভীতি প্রদর্শন বন্ধ করা ও বিভিন্ন সময়ে গুম হওয়াদের পরিণতি সম্পর্কে তথ্য প্রকাশ করা।

সাজেদুলের বাসায় মার্কিন রাষ্ট্রদূত আসছেন—এমন খবরে সেখানে ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠনের ব্যানারে কিছু মানুষ জড়ো হন। ছবি- সংগৃহীত

এদিকে সাজেদুলের বাসায় মার্কিন রাষ্ট্রদূত আসছেন—এমন খবরে সেখানে 'মায়ের কান্না' নামের একটি সংগঠনের ব্যানারে কিছু মানুষ সেখানে জড়ো হন। ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা ও বিমানবাহিনীর সদস্যদের ফাঁসি, কারাদণ্ড, চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংগঠন 'মায়ের কান্না'। তারা বাসার সামনের রাস্তায় অবস্থান নেন। মার্কিন রাষ্ট্রদূত বাসায় ঢোকার মুখে তারা প্ল্যাকার্ড তুলে ধরেন।

Comments

The Daily Star  | English

Rice prices remain rigid, warranting a close look: GED

Rice contributed 40% to food inflation in May, which hit 50% in June

1h ago