দূতাবাস কর্মকর্তাদের নিয়ে সহিংস রাজনৈতিক বক্তব্যে পিটার হাসের উদ্বেগ

আজ বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস | ছবি: লাইভ টেলিভিশন থেকে স্ক্রিণশট
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস | ছবি: লাইভ টেলিভিশন থেকে স্ক্রিণশট

মার্কিন দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে সহিংস রাজনৈতিক বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ বুধবার সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পিটার হাস বলেন, 'আমি আজ (আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে) সে বার্তাই দিয়েছি যা আমরা এখানকার সব রাজনৈতিক দলকে দিয়েছি। যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ অবস্থানে আছে। (যুক্তরাষ্ট্র) কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নেই।

আমরা চাই শান্তিপূর্ণ প্রক্রিয়ায় একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা সংশ্লিষ্ট সবাইকে সহিংসতা কমিয়ে আনার ও কোনো পূর্বশর্ত ছাড়া সংলাপে বসার আহ্বান জানাই। (এসব উদ্যোগ) নির্বাচনী পরিবেশকে আরও সৌহার্দ্যপূর্ণ করতে সহায়তা করবে।

কয়েকদিন আগে আমাদের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, আমি সেই একই বিষয়গুলোর উল্লেখ করে আবারও উদ্বেগ প্রকাশ করেছি। মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে যে সহিংস রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, সে বিষয়ে আমার গভীর উদ্বেগের কথা জানিয়েছি। এটা আমাদের এবং আমাদের লোকদের নিরাপত্তার প্রেক্ষাপটে গভীর উদ্বেগের বিষয়।

 

Comments