বাংলাদেশ

দেশে মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল থাকবে না এবং স্বাধীনতাবিরোধী কোন দল থাকবে না।
শিক্ষামন্ত্রী দীপু মনি বক্তব্য রাখছেন। ছবি: স্টার

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল থাকবে না এবং স্বাধীনতাবিরোধী কোন দল থাকবে না।

আজ মঙ্গলবার জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়াম হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'দেশের মুক্তিযুদ্ধবিরোধীদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।'

তিনি আরও বলেন, 'দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। শুধু পরিবর্তন নয়, রূপান্তর করা হবে।'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান এবং মুক্তিযোদ্ধা শিরিন আক্তারসহ অন্যান্যরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments