সেরা করদাতা যে ৪ ব্যাংক

২০২১-২২ অর্থবছরে দেওয়া করের হিসাবে ৪টি ব্যাংককে সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর।
ছবি: সংগৃহীত

২০২১-২২ অর্থবছরে দেওয়া করের হিসাবে ৪টি ব্যাংককে সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর।

ব্যাংকগুলো হলো-স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইসলামী ব্যাংক, এইচএসবিসি ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

কোম্পানি পর্যায়ে ৫৩টি ট্যাক্স কার্ডের মধ্যে 'ব্যাংকিং' ক্যাটাগরিতে এ ৪ ব্যাংককে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

13h ago