ব্যয় বাড়াতে প্রকল্পের সময় বৃদ্ধি করা হয়: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্টার ফাইল ফটো

ব্যয় বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে সরকারি প্রকল্পের কাজের সময় বৃদ্ধি করা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণ কাজের ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'ব্যয় বাড়াতে আমাদের দেশে উন্নয়ন কাজ বিলম্ব করা হয়। এটা চান বা জাপানিরা করে না। তারা মেয়াদের আগে কাজ শেষ করে। মেট্রোরেলের কাজও তারা ৬ মাস আগে শেষ করেছে, টাকাও ফেরত দিয়েছে।'

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'বাংলাদেশিদের চেয়ে চীনারা অনেক অভিজ্ঞ। তারা চাইলে জনবল ও ইকুইপমেন্ট বাড়িয়ে ২০২৩ সালেই নতুন টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন করতে পারে।'

এর আগে, প্রকল্পটির পরিচালক কাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীকে জানান- ২০২০ সালের অক্টোবর থেকে কাজ শুরু হলেও মূল প্রকল্পের ৩৩ মাসের মধ্যে ২৬ মাসে মাত্র ২০ শতাংশ কাজ শেষ হয়েছে এবং সম্প্রতি আরও ৫ মাস বৃদ্ধি করে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago