আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 

মানিকগঞ্জের সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার সন্ধ্যায় সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কমলা বেগম (৮৫) ওই এলাকার মৃত গোপাল খাঁর স্ত্রী। 

নিহতের ছোট ভাই ফজলুল হক ডেইলি স্টারকে বলেন, 'আজ সন্ধ্যায় তীব্র শীতের কারণে আমার বোন ঘরের ভেতর একটি পাত্রের মধ্যে আগুন নিয়ে শরীর গরম করছিল। এসময় আমার বোনের মেয়ে বসিরন বেগম কিছুক্ষণের জন্য বাজারে যায়। ফিরে দেখে তার মা বাড়ির ওঠানের এক কোণে দগ্ধ হয়ে পড়ে আছে। পরে বসিরনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে।'

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, 'কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।'
 

Comments