যুক্তরাষ্ট্রে নিহত ফয়সালের পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে পুলিশের গুলিতে নিহত সাঈদ ফয়সালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
বাংলাদেশি বংশোদ্ভূত সাঈদ ফয়সাল ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত বুধবার তিনি নিহত হন।
দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর আজ এক বিবৃতিতে বলেছেন, 'যুক্তরাষ্ট্র দূতাবাস সাঈদ ফয়সালের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছে। তার মৃত্যুতে ডিসট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে যে পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে তাকে আমরা সমর্থন করি।'
এদিকে আজ ঢাকায় সাঈদ ফয়সাল 'হত্যার' বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করা হয়।
মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া-বিষয়ক সিনিয়র ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসার সময় এই প্রতিবাদ জানানো হয়।
নিরাপত্তা, রোহিঙ্গা সংকট ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে ৪ দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন লাউবাচার।
Comments