ইজতেমা মাঠের দায়িত্ব নিলেন সাদপন্থীরা, দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু

ইজতেমা, মাঠ, সাদপন্থী,
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থীদের কাছে ইজতেমা মাঠ হস্তান্তর করা হয় আজ মঙ্গলবার। ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার একদিন পর আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থীদের কাছে টঙ্গীর ইজতেমা ময়দান হস্তান্তর করেছে জেলা ও পুলিশ প্রশাসন।

মাঠ বুঝে নেয়ার পর পরই সাদপন্থী আয়োজক সদস্যরা মাঠ গুছিয়ে নিতে কাজ শুরু করেছেন।  

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বলেন, 'বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজক জুবায়েরপন্থীদের কাছ থেকে সকাল ১১টার দিকে ইজতেমাস্থল বুঝে নিয়ে দুপুরে দ্বিতীয় পর্বের আয়োজক মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দেখেছি ময়দানের প্যান্ডেল, বিদ্যুৎ সংযোগসহ ব্যবহার্য সবকিছু ঠিকঠাক আছে কি-না। দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'

গত ১৩, ১৪ এবং ১৫ জানুয়ারি তিন দিন তুরাগতীরে জোবায়েরপন্থিরা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন করেছিলেন।

সাদপন্থি তাবলীগ পরিচালনা কমিটির সদস্য মো. মিজান জানান, মঙ্গলবার দুপুরে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা মাঠ বুঝে নিয়েছি। বুধবার থেকে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হতে থাকবেন। দ্বিতীয় পর্বের ইজতেমা নিয়ে কোনো ধরনের অপপ্রচারে কান না দিতে অনুরোধ করেন তিনি। দ্বিতীয় পর্বের ইজতেমা সুষ্ঠুভাবেই  সম্পন্ন হবে বলেন তিনি।

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, ইজতেমায় জরুরি পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গারবেজ ট্রাকসহ প্রায় ৬০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন রয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্লিচিং পাউডারসহ অন্যান্য উপকরণ মজুত রয়েছে। এ পর্বেও আয়োজকদের প্রস্তুতিকাজে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও নিরাপত্তা ব্যবস্থা একই ব্যবস্থা থাকবে। আগামী শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের মাওলানা সাদ কান্ধলাভী অনুসারীদের বিশ্ব ইজতেমা এবং তা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ফুল ডিপ্লয়মেন্ট থাকবে।

হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপ-কমিশনার ইব্রাহিম উপস্থিত ছিলেন। এছাড়া জুবায়েরপন্থী এবং সাদপন্থী মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

6h ago