ট্রাফিক বক্স উচ্ছেদে যাওয়া ডিএনসিসির গাড়ির কাগজ ছিল না, দাবি পুলিশের

মঙ্গলবার সকালে আসাদগেট মোড় এলাকার নির্মাণাধীন পুলিশ বক্স উচ্ছেদে গিয়ে পুলিশ কর্মকর্তা ও ডিএনসিসির কর্মকর্তাদের মধ্যে বাদানুবাদ হয়। ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশ বক্স উচ্ছেদ অভিযানে গিয়ে ট্রাফিক পুলিশের বাধায় ফিরে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেট মোড় এলাকার নির্মাণাধীন পুলিশ বক্স উচ্ছেদে গিয়ে পুলিশ কর্মকর্তা ও ডিএনসিসির কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

ডিএনসিসির দাবি, অনুমতি না নিয়ে অবৈধভাবে সড়ক বিভাজকের ওপর পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে।

অপরদিকে পুলিশের দাবি, অভিযানে আসা ডিএনসিসির গাড়ির কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। 

আসাদগেটে পুলিশ ও ডিএনসিসির কর্মকর্তাদের মধ্যে বাদানুবাদ। ছবি: সংগৃহীত

ডিএনসিসির অভিযানে অংশ নেন করপোরেশনের উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মফিজুর রহমান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সোমবার মোহাম্মদপুর এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদসহ ফিরছিলাম। পথে দেখি সড়ক বিভাজকে ট্রাফিক পুলিশের বসার জন্য এক কক্ষের ঘর নির্মাণ হচ্ছে। পাকা ওই ঘরের বিষয়ে পুলিশকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা দাবিও করেনি এটি তাদের।'

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ স্থাপনাটি উচ্ছেদের নির্দেশ দেন বলে জানান তিনি। 

মফিজুর রহমান বলেন, 'এরপর আজ সকাল সাড়ে ৬টায় সিটি করপোরেশনের ৪-৫ জন কর্মকর্তাসহ ডাম্প ট্রাক ও পে-লোডার গাড়ি নিয়ে গেলে কয়েকজন পুলিশ সদস্য সেখানে আমাদের বাধা দেয়। এক পর্যায়ে ৩০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।'

'তারা আমাদের হাত-পা কেটে দেওয়ার হুমকিও দেয়। এমনকি আমরা চুরি করতে এসেছি এমন অপবাদ দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমাদের হ্যান্ডকাফ পরাতেও বলতে শোনা যায়,' যোগ করেন তিনি।

মফিজুর আরও বলেন, 'এসব বিষয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদকে জানানো হয়। তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর আমাদের অভিযান গুটিয়ে ফিরে যেতে বলেন। আমরা এক ঘণ্টা সেখানে অবস্থান করে ঘটনাস্থল ত্যাগ করি।' 

জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি) শাহেদ আল মাসুদ ডেইলি স্টারকে বলেন, 'পৃথিবীর সব দেশে রাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়। এ বক্সের কারণে কোনো যানজট বা অসুবিধাই হচ্ছে না।' 

ডিএনসিসি কর্মকর্তাদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'পুলিশ তাদের কোনো ধরনের হুমকি দেয়নি। তাদের গাড়ির কাগজপত্র না থাকায় তারা চলে যান। পুলিশ চাইলে তাদের গ্রেপ্তার করতে পারত।'

গাড়ির কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি কর্মকর্তা মফিজুর রহমান বলেন, 'একজন অফিসার হয়ে দায়িত্বশীল চেয়ারে বসে এ ধরনের মন্তব্য করা উচিত না। আমাদের গাড়ি পুলিশ চেকই করেনি।' 

যোগাযোগ করা হলে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'ট্রাফিক বক্সটি সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে নির্মাণ করা হয়েছে।'

'সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো বক্স নির্মাণ করতে পারে না পুলিশ,' যোগ করেন তিনি। 
 

Comments

The Daily Star  | English
wheat production decline in bangladesh

With acreage and output falling, is there any prospect for wheat in Bangladesh?

Falling wheat acreage raises questions about food security amid climate change

16h ago