ফার্মগেটে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

নিহত মনিরুজ্জামান তালুকদার ডিএমপির ট্রাফিক বিভাগের কনস্টেবল।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর ফার্মগেটে ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের কনস্টেবল ছিলেন।

ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার এইচএম আজিমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমি বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছি।

তেজগাঁও জোনের এডিসি রুবায়েত জামান ডেইলি স্টারকে বলেন, ছুরিকাঘাতে কনস্টেবল মনিরুজ্জামান নিহত হয়েছেন। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

Comments