বাংলাদেশ

মেয়রের সংবর্ধনায় না যাওয়ায় সিপিবির ৮ হকারকে আটকের অভিযোগ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ৮ নেতা-কর্মীকে আটকের অভিযোগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ৮ নেতা-কর্মীকে আটকের অভিযোগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)।

আজ বৃহস্পতিবার রাতে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার দ্য ডেইলি স্টারকে এ অভিযোগ করেন।

তিনি বলেন, 'যে ৮ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে সিপিবির ৩ জন নেতা ও ৫ জন সমর্থক রয়েছেন। এত মানুষ থাকতে সিপিবির লোকদেরই কেন ধরে নিয়ে যাওয়া হলো। মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি বলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।'

জলি তালুকদার বলেন, 'হকার্স ইউনিয়নের সভাপতি ও সিপিবির জাতীয় পরিষদ সদস্য আব্দুল হাশিম কবির; সিপিবি পল্টন শাখার সহসম্পাদক উত্তম ভৌমিক; সিপিবি ঢাকা দক্ষিণের সদস্য শাহীন আলমসহ ৮ জন হকারকে গাড়িতে তুলে মারতে মারতে পল্টন থানায় নিয়ে গেছে পুলিশ।'

আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন জলি তালুকদার।

অভিযোগের বিষয়ে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিকেল ৪টায় ৮ জনকে আটক করা হয়েছে। তারা যাত্রী ছাউনির নিচে বসে বেচাকেনা করছিল। পথচারীদের চলাচলে বিঘ্ন হওয়া তাদের আটক করা হয়েছে।'

মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়ার কারণে তাদের আটক করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটা নিয়মিত হকার উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। এর সঙ্গে মেয়র সাহেবের সংবর্ধনার কোনো সংশ্লিষ্টতা নেই।'

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সংবর্ধনা দেয়।

হকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, হকারদের ব্যবসার সুযোগ ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় মেয়রকে এ সংবর্ধার আয়োজন করা হয়।

  

Comments