খাদ্যে বিষক্রিয়ায় ২ বোনের মৃত্যুর অভিযোগ

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
গাজীপুরের মানচিত্র। ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরের সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, দোকান থেকে কেনা পেটিস ও কেক খাওয়ার পর আশা মনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তারের (দেড় বছর) মৃত্যু হয়েছে। তাদের প্রতিবেশী সিয়ামকে (৬ মাস) গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারা যাওয়া দুই শিশুর বাবা আশরাফুল ইসলাম বলেন, গতকাল সকালে দোকান থেকে পেটিস ও কেক কিনেছিলাম। আজ সকালে ওই ৩ শিশুর পাশাপাশি আমিও সেগুলো খেয়েছি।

তবে খাওয়ায় কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে ৩ জন শিশুই অসুস্থ হয়ে পড়লেও আশরাফুল ইসলামের কিছু হয়নি, তিনি সুস্থ আছেন বলে জানান।

অসুস্থ শিশুদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ বোন আশামনি ও আলিফাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, 'হাসপাতালে আনার আগেই ২ শিশুর মৃত্যু হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে কি না, সেটি ময়নাতদন্ত ছাড়া বলা ঠিক হবে না।'

আরেক শিশু সিয়াম আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান ওই চিকিৎসক।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, 'শিশুদের সঙ্গে তাদের বাবাও খাবার খেয়েছে। বাবার কোনো সমস্যা হয়নি, শিশুদের কেন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা বের করতে কিছুটা সময় লাগবে।'

Comments