বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী নিখোঁজ: স্থানীয় প্রশাসনকে তদন্তের নির্দেশ ইসির

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থী ‘নিখোঁজ’ হওয়ার অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আবু আসিফ আহমেদ
আবু আসিফ আহমেদ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থী 'নিখোঁজ' হওয়ার অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন। এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ গত কয়েকদিন ধরে নিখোঁজ আছেন বলে তার পরিবার অভিযোগ করেছে।

এ প্রসঙ্গে আজ সোমবার নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে বলেছি।'

তিনি বলেন, 'আমরা গণমাধ্যম থেকে জেনেছি যে তাকে (প্রার্থী) আটক করা হয়েছে। আমরা সঠিক পরিস্থিতি জানতে চাই। তাই আমরা সত্য বের করতে তদন্তের জন্য বলেছি।'

আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'আসিফ গত শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ আছেন। শুক্রবার দুপুরের খাবারের পর আশুগঞ্জে বাসা থেকে প্রচারণার জন্য বের তিনি হন। সেদিন সন্ধ্যার পর থেকে তাকে ফোনে পাওয়া যায়নি।'

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপি থেকে পদত্যাগী আব্দুস সাত্তার ভূঁইয়া এবং বিএনপি নেতা আবু আসিফ আহমেদসহ আরও ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments