আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআইয়ের অপব্যবহার: সিইসি

ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 'বহুবিধ চ্যালেঞ্জে'র মধ্যে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে সিইসি বলেন, 'প্রথম প্রশ্নটা নির্বাচনের তারিখ নিয়ে। আমরা একাধিকবার বলেছি। নির্বাচনের তারিখ নিয়ে আপনাদের কাছে যে তথ্য আছে, আমার কাছে তারচেয়ে বেশি নেই। যেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে, যে ধারণা আপনারা পাচ্ছেন, আমিও সেই একই ধারণা পাচ্ছি।'

তিনি বলেন, 'যেদিন সুস্পষ্টভাবে শিডিউল ঘোষণা করব, নির্বাচনের তারিখের অন্তত দুই মাস আগে আপনারা জানতে পারবেন—মনোনয়ন কবে জমা দিতে হবে, প্রত্যাহার কবে, আপিলের তারিখ কবে, প্রতীক বরাদ্দ কবে—ইত্যাদি।'

আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, 'এখন অন্তত মানুষ নিরাপদে ঘুমাতে পারছে। যেসব দেশে এই ধরনের গণঅভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, সেখানে দেখুন মানুষ ঘুমাতে পারে কিনা। কী ধরনের অবস্থা বিরাজ করছে! সেদিক থেকে আমি বলব—আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক ভালো আছে।'

'আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসবে, ইনশাআল্লাহ, সবকিছু জায়গায় চলে আসবে। আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি। কিন্তু আমি বিশ্বাস করি, এটা আমরা উত্তরণ করতে পারব,' যোগ করেন তিনি।

পিআর পদ্ধতি বিষয়ে সিইসি বলেন, 'নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সম্পন্ন করা। রাজনীতিবিদরা ঠিক করেন সংবিধান কেমন হবে, আইন কী হবে—তারা আলোচনা করে ঠিক করেন। এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকম শুনতে পাচ্ছি। যেদিন সংবিধান সংশোধন হবে, পদ্ধতিও পরিবর্তন হবে। আমরা সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই কাজ করব—সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত।'

নির্বাচনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'চ্যালেঞ্জ বহুবিধ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ—মানুষের আস্থা ফিরিয়ে আনা। ভোটের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে—ভোটারদের ভোটকেন্দ্রমুখি করা। নারীদের ভোটকেন্দ্রে আনা। সবার মধ্যে আগ্রহ ফিরিয়ে আনা।'

তিনি বলেন, 'আরেকটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুল তথ্য প্রচার। এটা এখন বড় হুমকি।'

সামাজিক যোগাযোগমাধ্যমে সত্য-মিথ্যা যেকোনো তথ্য কেউ যাচাই না করেই শেয়ার করে দেয় এবং তা লাখো মানুষের কাছে পৌঁছে যায় উল্লেখ করে তিনি বলেন, 'এই লাখো মানুষের কাছে গিয়ে গিয়ে তো বলা সম্ভব না, এটা মিথ্যা। নির্বাচনে এআইয়ের এই অপব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।'

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে মানুষকে এ বিষয়ে সচেতন করতে বড় ভূমিকা রাখতে মূলধারার সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

Comments

The Daily Star  | English

Trump, Putin in Alaska to end Ukraine war

Donald Trump and Vladimir Putin flew to Alaska yesterday for a high-risk summit that promises a stern test of the US president’s promise to end the bloody war in Ukraine.

4h ago